kalerkantho


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

১৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩৩ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহে শহরতলি শিকারীকান্দার জামতলা মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় ৩ জন পথচারি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল খালেক (৩০) এবং শহীদ (২৫)। এরা সবাই নির্মাণ শ্রমিক। ঘটনার পর স্থানীয় জনতা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। 

পুলিশ সূত্র জানায়, নিহতরা কাজের উদ্দেশ্যে মহাসড়ক ধরে পায়ে হেঁটে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। ওই সময় দুর্ঘটনাস্থলে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। শহীদ নামে অপরজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি।মন্তব্য