kalerkantho


ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৫ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২

ফাইল ফটো

ময়মনসিংহের সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার জামতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আবদুল খালেক (২৮) ও সদর উপজেলার জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।

জানা গেছে, ঢাকা থেকে কার্ভাডভ্যানটি ময়মনসিংহে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ওই এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা চার পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।মন্তব্য