kalerkantho

মাশরাফির নির্বাচনী প্রচারণা নিয়ে নাগরিক সমাজের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি    

৭ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৮ | পড়া যাবে ১ মিনিটেমাশরাফির নির্বাচনী প্রচারণা নিয়ে নাগরিক সমাজের মতবিনিময়

নড়াইল-২ আসনে মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী প্রচারণার নানা কৌশল বিষয়ে মতবিনিময়সভা করেছে সচেতন নাগরিক সমাজ। আজ শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময়সভায় জেলার বিভিন্ন প্রান্তের ভোটার, নারীনেত্রী ও সামাজিক ও পেশাজীবী সংগঠনের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার অ্যাড. এস এ মতিনের সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য দেন জেলা বারের সভাপতি অ্যাড. গোলাম নবী, ব্যবসায়ী রেজাউল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদ সদস্য অ্যাড. রওশন আরা কবীর, অধ্যক্ষ ফয়সাল হোসেন, নারীনেত্রী আঞ্জুমান আরা, এপিপি এস এম আলাউদ্দিন, সাংবাদিক মারুফ সামদানী, রাসেল বিল্লাহ প্রমুখ। কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় নাগরিক সমাজের সভায় মাশরাফিকে নিয়ে নির্বাচনী মাঠে  ডিজিটাল ক্যাম্পেইন, প্রচারণাসহ নানা ধরনের কমিটি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জেলা ক্রীড়া সংস্থার ভূমিকা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের ভূমিকা কী হবে সে বিষয়ে সুপারিশ গ্রহণ করা হয়।

মন্তব্য