kalerkantho

গফরগাঁওয়ে তরুণদের নৌকায় ভোট দিতে পৌর মেয়রের আহ্বান

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৭ ডিসেম্বর, ২০১৮ ০০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে তরুণদের নৌকায় ভোট দিতে পৌর মেয়রের আহ্বান

ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে জয়ী করতে জীবনের প্রথম ভোট নৌকায় দেওয়ার জন্য তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ফকির বাড়ি মসজিদ সংলগ্ন মোড়ে এক উদ্ভুদ্ধ করণ সভায় তিনি এ আহ্বান জানান।

এলাকার প্রবীণ ব্যক্তি ও ফকির বাড়ি মসজিদ কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকির বাড়ি মসজিদ কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ফকির, গিয়াস উদ্দিন ফকির, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, পৌর কাউন্সিলার ফয়জুর রহমান জীবন, সাবেক পৌর কাউন্সিলার বিল্লাল ফকির, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আবুল কাশেম কাজল, হাজী ইসলাম, কৃষকলীগ নেতা আবুল হোসেন চন্দন প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক তরুণ ভোটার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য