kalerkantho


গোপালগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সাইকেল র‌্যালি

গোপালগঞ্জ প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৮ ২০:২০গোপালগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সাইকেল র‌্যালি

গোপালগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী আলোচনা সভা এবং সচেতনতামূলক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি সাইকেল র‌্যালি বের করা হয়।

জেলা সাইক্লিং ক্লাবের শতাধিক সাইক্লিস্ট ও শহরের বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা এই র‌্যালিতে অংশ নেন।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

এর আগে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এর প্রোগ্রাম অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল­াহ আল মাসুদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, শিক্ষক মো. এনায়েত হোসেন বক্তব্য রাখেন।মন্তব্য