kalerkantho


বেলকুচিতে ইয়াবাসহ চাচি-ভাতিজা আটক

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৮ ১৭:১৭বেলকুচিতে ইয়াবাসহ চাচি-ভাতিজা আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ চাচি-ভাতিজাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার চরচালা দক্ষিণপাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন উপজেলার চরচালা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী রুবি খাতুন (৩০) ও মুকুন্দগাতীর বাবলু শেখের ছেলে সাকিল (২১) তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চরচালা গ্রামে ইয়াবা বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে রুবি ও তার ভাতিজা ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।মন্তব্য