kalerkantho

রাজবাড়ীতে চলছে নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড অপসারণ

রাজবাড়ী প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৮ ১৭:০৯ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ীতে চলছে নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড অপসারণ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় রাজবাড়ীতে চলছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ।

আজ বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব এর নেতৃত্বে জেলা শহরের বিভিন্নস্থানে লাগানো এসব পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে দেখা গেছে। এ সময় ২০ আনসার ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার বিভিন্নস্থানে লাগানো রাজনৈতিক পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড তাদের লোকবল দিয়ে অপসারণ করছেন। এ অপসারণের অভিযান শুরু হয়েছে চলতি মাসের ১৩ নভেম্বর থেকে এবং চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

মন্তব্য