kalerkantho

হোটেল কক্ষে মিলল জামায়াত সেক্রেটারির মরদেহ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২০ নভেম্বর, ২০১৮ ২৩:৫০ | পড়া যাবে ২ মিনিটেহোটেল কক্ষে মিলল জামায়াত সেক্রেটারির মরদেহ

জিএম রহিম উল্লাহ। ছবি: কালের কণ্ঠ

কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জিএম রহিম উল্লাহর (৫৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার  দুপুরে শহরের হোটেল সাগরগাঁও'র একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে হোটেল কক্ষে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সাগরগাঁও হোটেলের ব্যবস্থাপক ও জিএম রহিম উল্লাহর শ্যালক শাহেদুল ইসলাম জানান, জিএম রহিম সোমবার রাতে হোটেলের চার তলার ৩১৬নং কক্ষে ঘুমাতে যান। নিয়মিত তিনি সকালে হোটেলের বয়দের ফোন করে নাস্তা আনাতেন। কিন্তু আজ মঙ্গলবার তিনি তা করেননি। দুপুর ২টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পুলিশকে খবর দেয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিএম রহিম উল্লাহ কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি ৪ মেয়ে ও ১ ছেলের জনক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ছিলেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের দলীয় প্রার্থী হবারও কথা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কাল বুধবার সকাল ১০টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

মন্তব্য