kalerkantho

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

২০ নভেম্বর, ২০১৮ ২২:৪৭ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

নোয়াখালীর চাটখিল উপজেলায় ঢাকা-চাটখিল মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা  স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় দিকে মার্কাস মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- চাটখিল বাজারের ব্যবসায়ী ও পৌরসভার সুন্দরপুর গ্রামের সিরাজ উল্যা জসিম (৪৫) ও তার স্ত্রী জেসমিন আক্তার (৩২)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিএনজি যোগে চাটখিল বাজারে যাচ্ছিলেন জসিম ও তার স্ত্রী। এ সময় তাদের সিএনজিটি পৌরসভার মার্কাস মসজিদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জসিম ও জেসমিন নিহত ও সিএনজি চালক আহত হয়।
 
চাটখিল থানার এসআই দুলাল বড়ুয়া ট্রাকচাপায় দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য