kalerkantho

বেনাপোলে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

২০ নভেম্বর, ২০১৮ ১০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোলে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। গতকাল রবিবার  (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে নামাজ গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে যশোরে নেওয়ার জন্য নামাজ গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার অস্ত্র ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য