kalerkantho

বেরোবি-তে ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালা শুরু

রংপুর অফিস   

১৯ নভেম্বর, ২০১৮ ২১:০৫ | পড়া যাবে ১ মিনিটেবেরোবি-তে ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালা শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

আজ সোমবার সকালে ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। উদ্বোধনী বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর ধারাবাহিকভাবে চলা কর্মশালার মধ্যে আজ আরো একটি ব্যাচের দু’দিনব্যাপী কর্মশালা শুরু হচ্ছে। এই কর্মশালা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যে ধরণের জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন তা সঠিকভাবে অনুশীলনও করবেন বলে বিশ্বাস করি।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর আয়োজনে এবং ইউএন ওমেন এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এই কর্মশালা পরিচালনা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিলুফা সুলতানা এবং সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ।

এতে অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে আবেদনকৃতদের মধ্য থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ। 

মন্তব্য