kalerkantho

অবৈধ পথে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে

বেনাপোলে নাইজেরিয়ান নাগরিকসহ আটক ১৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৮ ১৯:১৬ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোলে নাইজেরিয়ান নাগরিকসহ আটক ১৩

অবৈধ পথে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক নাইজেরিয়ান নাগরিকসহ ১৩ জন বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ সোমবার সকালে এদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-একজন বিদেশিসহ কয়েকজন বাংলাদেশি নারী পুরুষ অবৈধ পথে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে পুটখালী সীমান্তে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী থেকে আটক করা হয় নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনিসহ ১৩ বাংলাদেশি নাগরিককে। এদের মধ্যে ২ শিশু, ২ নারী ও ৯ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা, গোপালগজ্ঞ, বরিশাল ও নড়াইল জেলায়। এ সময় নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫০ মার্কিন ডলারসহ কিছু কাগজপত্র। আটক নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনি একজন ফুটবল খেলোয়াড় বলে বিজিবি জানায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বিদেশি নাগরিকসহ বাংলাদেশিদের অবৈধ পারাপারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য