kalerkantho

পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা

গফরগাঁওয়ে প্রথম দিনে ৬৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৮ ২১:০৭ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে প্রথম দিনে ৬৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে ৬৪৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

স্থানীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ২১টি কেন্দ্রে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ২১টি কেন্দ্রের মধ্যে ১৭টি প্রাথমিকের ও ৪ টি কেন্দ্র ইবতেদায়ী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত। মোট ৯হাজার ৯৫৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

আজ রবিবার অনুষ্ঠিত ইংরেজি বিষয়ের প্রথম পরীক্ষায় প্রাথমিকের ৪১৫জন ও ইবতেদায়ী ২২৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম বলেন, প্রথম দিনের পরীক্ষায় মোট ৬৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এত পরীক্ষার্থীর অনুপস্থিতির কারণটা বুঝতে পারছি না। বিষয়টা খোঁজ নিতে হবে।

মন্তব্য