kalerkantho

আগামী নির্বাচন খালেদাকে মুক্ত করার নির্বাচন: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    

১৮ নভেম্বর, ২০১৮ ১১:৪৮ | পড়া যাবে ১ মিনিটেআগামী নির্বাচন খালেদাকে মুক্ত করার নির্বাচন: কাদের সিদ্দিকী

ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম বলেন, ‘বাংলাদেশে এত বড় কারাগার নেই, যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা যায়। আগামী নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন।’

‘ভোট ডাকাতি দিবস’ পালন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে আয়োজিত প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি নির্বাচনই করতে চাই না, সারা দেশ ঘুরে দেখতে চাই, তলা ফাটা নৌকা নিয়ে শেখ হাসিনা কতদূর যেতে পারেন।’

তিনি আরো বলেন, ‘ শেখ হাসিনা একাই বঙ্গবন্ধুর কন্যা নন, আমিও বঙ্গবন্ধুর রাজনৈতিক পুত্র। আমার গায়ে বঙ্গবন্ধুর রক্ত না থাকলেও আদর্শ রয়েছে।’ 

মন্তব্য