kalerkantho

শেরপুরে ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকসহ চালক আটক

শেরপুর প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৮ ০৩:৩০ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরে ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকসহ চালক আটক

শেরপুরে নালিতাবাড়ীতে ট্রাকচাপায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শেরপুর-নালিতাবাড়ী সড়কে নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু জয়া এলাহী ঝুমুর (৫) সন্ন্যাসী ভিটা এলাকার রবিন্দ্র বর্মণের মেয়ে।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, বিকেলে ঝুমুরসহ কয়েকজন শিশু বাড়ির সমানের সড়কে হেঁটে যাচ্ছিল। এ সময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি ট্রাক শিশু ঝুমুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায়  নালিতাবাড়ী একটি মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য