kalerkantho

বেনাপোলে আমবাগান থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

১৭ নভেম্বর, ২০১৮ ২২:১৩ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোলে আমবাগান থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

আজ শনিবার সকালে পুটখালির পশ্চিমপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ উদ্ধার মাদকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা ফেনসিডিলের চালানটি উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হবে।

মন্তব্য