kalerkantho


প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে

নালিতাবাড়ীতে শিক্ষকদের আনন্দ মিছিল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৮ ২০:৪৫নালিতাবাড়ীতে শিক্ষকদের আনন্দ মিছিল

বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫% প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রদান করায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষকরা।

আজ শনিবার বিকেলে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে বেলা সাড়ে তিনটার দিকে পৌর শহরের উত্তর বাজার থেকে আনন্দ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক ইমদাদুল হক কাজল, যোগেন রায়, জাহিদুল ইসলাম, মাওলানা সুরুজ্জামান, তৌহিদুল ইসলাম খোকন, মাওলানা জামাল উদ্দিন, আমিরুল ইসলাম, কামাল হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।মন্তব্য