kalerkantho


শিবচরে পদ্মা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:২৪শিবচরে পদ্মা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদী থেকে মো. শরীফ নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা সেতুর ২৮ নং পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে স্পিডবোট ডুবির ঘটনায় সোমবার দুপুরে ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা সেতু সংলগ্ন ২৮ নং পিলারের কাছাকাছি পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির বিভিন্ন অংশে পচন ধরেছে। মৃতদেহের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ নিশ্চিত হয়। নিহত মো. শরীফ ঢাকার সাভার হেমায়েতপুরের ব্যবসায়ী। তার বাবার নাম মহসিন মজুমদার। তার স্থায়ী বাড়ি ভোলা সদর উপজেলার পশ্চিমকোটাপাড়া গ্রামে।

শিবচর থানার এসআই খলিল বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন পানিতে পড়ে ছিল নিহত ব্যক্তি। ফলে বিকৃত মরদেহটি সনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। মন্তব্য