kalerkantho

ব্রহ্মপুত্র নদে নৌ-অ্যাম্বুলেন্সের দাবি

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম   

১৫ নভেম্বর, ২০১৮ ২০:৪০ | পড়া যাবে ১ মিনিটেব্রহ্মপুত্র নদে নৌ-অ্যাম্বুলেন্সের দাবি

কুড়িগ্রাম জেলার মূলভূখণ্ড হতে বিশাল ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজীবপুর উপজেলার জরুরী রোগী আনা-নেয়ার জন্য ব্রহ্মপুত্র নদে নৌ-অ্যাম্বুলেন্স সরবরাহের দাবি জানানো হয়েছে।

বৃহষ্পতিবার রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে।

নৌ অ্যাম্বুলেন্স ছাড়াও ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীভাড়া কমানো, প্রতিটি যাত্রীবাহী নৌকায় ৬০ জনের বেশি যাত্রী বহন না করা এবং প্রতিটি নৌ-ঘাটে শৌচাগার ও নৌকায় ওঠানামার জন্য ঝুঁকিহীন সিঁড়ি ব্যবহারের দাবি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমাদানের সময় উপস্থিত ছিলেন গণকমিটির আহবায়ক খম শামসুল আলম, শাহ্ মোমেন প্রমুখ।

মন্তব্য