kalerkantho


নওগাঁয় নবান্ন উৎসবের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৮ ২০:২০নওগাঁয় নবান্ন উৎসবের উদ্বোধন

নওগাঁয় দু'দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

শহরের সমবায় অফিস চত্বরে জেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখা এ আয়োজন করে। সংগঠনের সভাপতি আমিনুল করিম তরফদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, সংগঠনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসন প্রমুখ বক্তব্য রাখেন।

এ উপলক্ষে দু'দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা মেলা। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় অফিস চত্বরে গিয়ে শেষ হয়।মন্তব্য