kalerkantho


না.গঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৮ ০৪:২২না.গঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছিনতাইয়ের সময় গণপিটুনিতে আল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আল আমিন শহরের খানপুর এলাকার মাসুম মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ভোরে চাষাঢ়ায় ছিনতাইয়ের সময় আল আমিনকে আটক করে লোকজন। তখন তাদের পিটুনিতে গুরুতর আহত হলে ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আল আমিনের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

খানপুর এলাকার একাধিক বাসিন্দা জানায়, আল আমিন মাদকাসক্ত ও চিহ্নিত ছিনতাইকারী। নেশার টাকা জোগাড় করার জন্য প্রায়ই ছিনতাই করত। ছিনতাই করতে গিয়ে একাধিকবার ধরাও পড়ে। তখন ক্ষমা চেয়ে মাফ পেত।মন্তব্য