kalerkantho

মাদারীপুরে ৯ মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কারে ভূষিত

মাদারীপুর প্রতিনিধি    

১৫ নভেম্বর, ২০১৮ ০২:২৬ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরে ৯ মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কারে ভূষিত

মাদারীপুর পৌরসভার আয়োজনে বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে ৯ জন গর্ভধারিণী মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। 

‘রত্নগর্ভা’ মা হলেন- মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের হাফিজুননেছা, ২নং ওয়ার্ডের নূরজাহান বেগম, ৩নং ওয়ার্ডের ঊষা রাণী দাস, ৪নং ওয়ার্ডের ফাতেমা খাতুন, ৫নং ওয়ার্ডের মমতাজ বেগম, ৬নং ওয়ার্ডের সেলিনা বেগম, ৭নং ওয়ার্ডের নূরজাহান বেগম, ৮নং ওয়ার্ডের আলিমুন নেছা এবং ৯নং ওয়ার্ডের মিসেস রহিমা খান।

মাদারীপুর পৌরসভা কর্তৃক প্রবর্তিত ‘রত্নগর্ভা মা পুরস্কার ২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘রত্নগর্ভা’ মায়েদের হাতে পুরষ্কার তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও চেয়ারপার্সন, বোর্ড অব ট্রাস্টিজ, টিআইবি এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য