kalerkantho


নীলফামারীতে আয়কর মেলা শুরু

নীলফামারী প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৮ ১৯:৩৫নীলফামারীতে আয়কর মেলা শুরু

'সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর' শ্লোগানে নীলফামারীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম।

এ সময় উপ-কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন রংপুর কর অঞ্চলের যুগ্ম কর-কমিশনার আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রকৌশলী সফিকুল আলম, চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মারুফ জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সহকারী কর কমিশনার নজরুল ইসলাম খান প্রমুখ। মেলা সমাপ্ত হবে আগামী ১৭ নভেম্বরমন্তব্য