kalerkantho

বাগেরহাটে অবহিতকরণসভা

বাগেরহাট প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৮ ১৬:৪২ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটে অবহিতকরণসভা

বাগেরহাটে 'ক্যাম্পেইন ফর প্রমোটিং পিস অ্যান্ড টলারেন্স' প্রকল্পের অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ওই সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, কানাডিয়ান হাইকমিশনের সার্বিক সহযোগিতায় 'শান্তি-সম্প্রীতি, সহিষ্ণুতাপূর্ণ ও গুজবমুক্ত সমাজ গড়ে তোলা' প্রচারাভিযানের কাজ শুরু করেছে রূপান্তর। এই কর্মসূচির আওতায় বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব, দ্বন্দ্ব ও অসহিষ্ণুতার পরিবেশ ও প্রভাব সম্পর্কে যুবকদের অবহিত করা হবে। একই সাথে যুবকদের নেতৃত্ব প্রদানের সক্ষামতাবৃদ্ধিসহ সামাজিক ঐক্য গড়ে তোলার জন্য সচেতনকরণ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।

সভায় আরো জানানো হয়, চলতি বছরের অক্টোবর মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

মন্তব্য