kalerkantho

শিক্ষার্থীদের সচেতন করতে মা সমাবেশ অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৮ ০১:২৯ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষার্থীদের সচেতন করতে মা সমাবেশ অনুষ্ঠিত

ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের লেখাপড়ায় সচেতন করতে মা সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় শ্রেণীকক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ খাকডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা খাতুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ইয়াসির আরাফাত, সুলতানা পারভীন, লিজা সিদ্দিকা, ফাতেমা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ারা খাতুন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

মন্তব্য