kalerkantho


বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে কাল

গোপালগঞ্জ প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৮ ১৪:১৫বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে কাল

আগামীকাল শনিবার পরীক্ষার মধ্য দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাশেষ হচ্ছে।

এদিন “এ”, “বি” ও “আই” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার মধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন। এসব পরীক্ষায় অংশ নিবে  ৩১ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।

আজ শুক্রবার “সি” ও “এইচ” ইউনিটের পরীক্ষা শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। এতে ২৪ হাজার ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল শনিবার সকাল ১০টায় “আই”, ইউনিট, দুপুর ১টায় “বি” ইউটি এবং বিকালে সাড়ে ৩টায় “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩১ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।
 মন্তব্য