kalerkantho


কালীগঞ্জে পুলিশের মোটরসাইকেল মহড়া

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৮ ০২:০২কালীগঞ্জে পুলিশের মোটরসাইকেল মহড়া

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ শহরে এক মোটরসাইকেল মহড়া প্রদর্শন করেছে।

বৃহস্পতিবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় এ মহড়া প্রদর্শন করা হয়।

থানার ওসি ইউনুচ আলীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়ায় থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি রেখে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ মোটরসাইকেল মহড়া দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে। এখন থেকে এ ধরনের মহড়া অব্যাহত থাকবে।মন্তব্য