kalerkantho


ইন্দুরকানীতে ল্যাপটপ পেল ১৯ শিক্ষা প্রতিষ্ঠান

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ২১:৪০ইন্দুরকানীতে ল্যাপটপ পেল ১৯ শিক্ষা প্রতিষ্ঠান

পিরাজপুরের ইন্দুরকানীতে ১৯ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ল্যাপটপ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাসের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সেকান্দার আলী, আ. আলিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম আহসানুল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন প্রমুখ।

কনটেন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীদের মাঝে উপস্থাপনের জন্য প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ল্যাপটপ দেওয়া হয়েছে। এর আগে এ উপজেলায় ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়া হয়।মন্তব্য