kalerkantho


অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে

গফরগাঁওয়ে পৌর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

অভ্যন্তরীণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ২১:২৮গফরগাঁওয়ে পৌর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের গফরগাঁওয়ে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার সকালে পৌরসভার পাটগুদাম এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী সানোয়ার হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের ব্যক্তিগত সহকারী তাজমুন আহমেদ।

পৌরসভা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গফরগাঁও রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সমাবেশে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৬৪টি অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের নির্দেশ দেন। তারই অংশ হিসেবে মঙ্গলবার কেবিআই রোডের পাটগুদাম থেকে পাটমহল পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে বেশ কিছু বাসার বর্ধিত অংশ ভাঙা পড়ে।

পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের ব্যক্তিগত সহকারী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ বলেন, সংসদ সদস্য জননেতা ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬৪টি অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের কাজ চলছে।মন্তব্য