kalerkantho


গফরগাঁওয়ে জিআরপি পুলিশের যাত্রী সচেতনতামূলক সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ১৬:০৮গফরগাঁওয়ে জিআরপি পুলিশের যাত্রী সচেতনতামূলক সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জিআরপি ফাঁড়ি পুলিশের উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভ্রমণ, ছিনতাই সম্পর্কে যাত্রীদের সচেতন করার লক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ির সামনে স্টেশনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জিআরপি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ জিআরপি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ফরাজী, পৌর কাউন্সিলর লালচাঁন মিয়া, কাউন্সিলার মতিউর রহমান কিরণ, পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সজিব, গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ হিরু, এস আই ওমর ফারুক, এএস আই আবুল হাসেম প্রমুখ।

সভায় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও ট্রেন যাত্রীরা উপস্থিত ছিলেন।মন্তব্য