kalerkantho


কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৮ ১৭:৩০কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

গোপালগঞ্জ জেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীতে মোটরসাইকেল ও মাইক্রোবাস এবং  একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো সাতজন।

আজ শনিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের বরাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের বরাসুর নামক স্থানে একটি মোটরসাইকেল ও একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস এবং একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ দুর্ঘটনায় আরো সাত জন আহত হয়েছে। তাদেরকে প্রথমে কাশিয়ানী হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ্যাডভোকেট মো. কবির হোসেন জানান, তিনি তার সঙ্গীদের নিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে ফিরছিলেন। ঘটনাস্থলে তাদের মাইক্রোবাস একটি ভ্যান ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটানস্থলেই মোটরসাইকেল চালক এবং ভ্যান চালক নিহত হয়।মন্তব্য