kalerkantho


অস্ত্র-গুলি উদ্ধার

পাবনায় র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

পাবনা প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৮ ১১:৩৯পাবনায় র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

পাবনার রাজাপুরে র‌্যাবের সাথে মাদক চোরাকারবারদের 'বন্দুকযুদ্ধে' টিপু শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত টিপুর বিরুদ্ধে মাদকসহ ৮টি মামলা রয়েছে। আজ শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহুল আমিন জানান, পাবনা সদর উপজেলার রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক চোরাকারবারিরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশকিছু সময় গুলিবিনিময় চলার পর মাদক কারবারিরা পালিয়ে গেলে টিপু শেখ নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 

র‌্যাবের দাবি, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।মন্তব্য