kalerkantho


অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৮ ০২:২৪অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসবের সময় অতিরিক্ত মদ পান করে মুন্না দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মুন্না দাস মারা যায়। সে উপজেলার কলেজপাড়া অখিল দাসের ছেলে।

মুন্না দাসের ভাই অন্তর দাস জানান, বৃহস্পতিবার রাতে দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ্ হয়ে পড়ে মুন্না। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুন্না।

কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, কলেজ পাড়ার অখিল দাসের ছেলে মুন্না মদ পানে নয় হার্টস্ট্রোক করে মারা গেছে।  মন্তব্য