kalerkantho


শেখ রাসেলের জন্মদিন পালিত গফরগাঁওয়ে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

১৮ অক্টোবর, ২০১৮ ১৫:০৪শেখ রাসেলের জন্মদিন পালিত গফরগাঁওয়ে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে বিদ্যালয় মিলনায়তনে কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। পরে তা উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক কে বি এম হাফিজ উদ্দিন প্রমুখ। মন্তব্য