kalerkantho


নতুন জামা পেয়ে তারা বেজায় খুশি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৭ অক্টোবর, ২০১৮ ০৪:৫৪নতুন জামা পেয়ে তারা বেজায় খুশি

ছবি: কালের কণ্ঠ

নতুন জামা পড়ে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেবে, এতে তারা বেজায় খুশি। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকায় ৬০০ সুবিধা বঞ্চিত হতদরিদ্র সনাতনী শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করে ‘মুক্তির বন্ধন ফান্ডেশন’ নামে একটি সংগঠন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁরা এক অনুষ্ঠানে এই নতুন জামা বিতরণ করে।

ফাউন্ডেশনের প্রতিনিধি আজাহারুল ইসলাম পলাশ জানান, ঈদ ও পূজা ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও তীব্র শীতে তাঁরা দুঃস্থ অসহায়দের পাশে এসে দাঁড়ায়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আঠারবাড়ি এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন পূজামন্ডবে উপস্থিত হয়ে ফাউন্ডেশনের পক্ষে নতুন জামা বিতরণ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পলাশ বলেন, এই সংগঠনের অনেকেই প্রবাসে থাকেন। তাঁদের অর্থ দিয়েই দুঃস্থ ও অসহায়দের মাঝে বিভিন্ন সময় বস্ত্র বিতরণ করা হয়ে থাকে। এভাবেই গরিব নিপীড়িতদের মুখে হাসি ফুটিয়ে যেতে চায় ফাউন্ডেশনটি।মন্তব্য