kalerkantho


অভয়নগরে নবাগত ইউএনও শাহীনুজ্জামানের মতবিনিময় সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি    

১৫ অক্টোবর, ২০১৮ ১৬:৪৫অভয়নগরে নবাগত ইউএনও শাহীনুজ্জামানের মতবিনিময় সভা

স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে যশোরের অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হক মোল্যা, জেলা পরিষদ সদস্য শাহ মুরাদ আহমেদ, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান খান এ কামাল, বিকাশ রায় কপিল, মোহাম্মদ আলী, নাদির হোসেন মোল্যা, মফিজ উদ্দিন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের পরিচালক শিক্ষক এম এম ফারুক আহমেদ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হিতেন্দ্র নাথ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রেস ক্লাবের সাহিত্য-প্রকাশনা সম্পাদক মাসুদ তাজ প্রমুখ।মন্তব্য