kalerkantho


ঝিনাইদহে মোটরসাইকেল চাপায় বাইসাইকেল আরোহী নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৮ ১৪:৩১ঝিনাইদহে মোটরসাইকেল চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল চাপায় মওলা বক্স (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ফুলবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মওলা বক্স পৌর এলাকার বাজেবামুন্দা গ্রামের মৃত ফকির চাদের পুত্র। 
নিহতের স্বজনরা জানান , দুর্ঘটনার পর স্থানীয় জনগণ চালকসহ মোটরসাইকেলটি আটকের পর পুলিশে দেয়। পরে নিহতের পক্ষ থেকে মামলা করতে না চাওয়ায় মোটরসাইকেল চালককে ছেড়ে দেওয়া হয়। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার পুলিশের অনুমোতিতে লাশ দাফন করা হয়েছে। 

এ বিষয়ে কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার ব্রজ বল্লব বলেন, বাদী পক্ষের কোনও অভিযোগ না থাকায় এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 মন্তব্য