kalerkantho


সুনামগঞ্জের ধর্মপাশায় জনসমাবেশ, ছয় মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

হাফিজুর রহমান চয়ন,হাওরাঞ্চল   

১২ অক্টোবর, ২০১৮ ১০:২৬সুনামগঞ্জের ধর্মপাশায় জনসমাবেশ, ছয় মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পরিবর্তন ও নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে ধর্মপাশায় এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

এদিকে জনসমাবেশকে সফল করতে আজ শুক্রবার সকাল ৯টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ট্রলারের বহর, মোটরসাইকেল, অটোবাইক ও লেগুনার বহর নিয়ে শত-শত নেতা-কর্মী নৌকার শ্লোগান দিতে দিতে সভাস্থলে এসে জড়ো হতে শুরু করেছে।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- এই আসন থেকে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান নেতা সৈয়দ রফিকুল হক সোহেল, জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি রেজাউল করীম শামীম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী ঐক্য জোটের আহ্বায়ক রফিকুল হাসান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, কেন্দ্রীয় কৃষক লীগের মানব বিষযক সম্পাদক হাওর কন্যা অ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন তালুকদার ভানু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন এই ছয় মনোনয়ন প্রত্যাশী। তারা বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পরিবর্তন ও নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে বক্তব্য রাখবেন।

সমাবেশে আরো বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি আলমগীর কবীর, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মদ তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।

এ ব্যাপারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঐক্য জোটের আহ্বায়ক রফিকুল হাসান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, মোয়াজ্জেম হোসেন রতন আমাদের এ আসনে এমপি হওয়ার পর থেকেই এ তিনটি উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী ও পরিক্ষীত নেতা-কর্মীদেরকে নানাভাবে হয়রানি করে তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। 

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই এ আসনের আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। এমপি রতনের অত্যাচারে ছত্রভঙ্গ এ আওয়ামী লীগকে পুনরায় ঐক্যবদ্ধ করাসহ আগামী নির্বাচনে এ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষেই আমরা আজ সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। 

রফিকুল চৌধুরী আরো বলেন, আজকের এই জনসমাবেশে তৃনমূলের নেতা-কর্মীসহ ৮-১০ হাজার লোকের উপস্থিতি ঘটবে বলে আমি আশাবাদী এবং এমপি রতনের পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এ সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।মন্তব্য