kalerkantho

নান্দাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আটক

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১২ অক্টোবর, ২০১৮ ০২:২৩ | পড়া যাবে ১ মিনিটেনান্দাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আটক

ময়মনসিংহ-৯ নান্দাইল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একে এম রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়িতে ঢোকার মুখে তাকে আটক করা হয়।

তার ভাই আনোয়ার হোসেন চাঁন জানান, একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার ভাই স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ঢোকার মুখে নান্দাইল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে পিকআপে তুলে ময়মনসিংহের উদ্দেশে নিয়ে যায়।

তিনি বলেন, আমার ভাই মাসে দুই তিনবার বাড়িতে আসেন। এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করে চলে যান। কোনো ধরনের নাশকতার কর্মকাণ্ড করেন না। এমনকি নেতাকর্মীদেরও বিরত থাকতেও নির্দেশ দেন। এরপরও বিনা কারণে তাকে আটক করে মিথ্যা মালায় ফাঁসানো হয়েছে।

নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, তার দ্বারা নাশকতা কর্মকাণ্ড হতে পারে এই সংবাদের ভিক্তিতে আটক করা হয়েছে। এ অবস্থায় মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য