kalerkantho

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৮ ০১:১৬ | পড়া যাবে ১ মিনিটেকালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ আলী বিশ্বাস (৬৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে হেলাই গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামের মৃত শাহাদত হোসেন বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউসুফ আলী নিজ বাড়ির উঠানে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অরুণ কুমার দাস তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য