kalerkantho


জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে চাঁদপুরে শরৎ বন্দনা

চাঁদপুর প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৮ ০০:০১জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে চাঁদপুরে শরৎ বন্দনা

চাঁদপুরে শরৎ বন্দনার আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। আজ বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে এই শরৎ বন্দনায় উপস্থাপনা করা হয় গান, নৃত্য ও আবৃত্তি এবং ভিন্নমাত্রার আলোচনা। এতে চাঁদপুরে গুণী শিল্পীরা তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সংগঠনের সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে এই শরৎ বন্দনায় আলোচনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মইনুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, ছড়াকার ও লেখক ডা. পিযূষ কান্তি বড়ুয়া, প্রাবন্ধিক প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, নাট্যকার শরীফ চৌধুরী, সংগীত সংগঠক রফিক আহমেদ মিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস প্রমূখ।মন্তব্য