kalerkantho


অভয়নগরে বিএনপি-জামায়াতের আটজন গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১১ অক্টোবর, ২০১৮ ২৩:৪৯অভয়নগরে বিএনপি-জামায়াতের আটজন গ্রেপ্তার

যশোরের অভয়নগর থানা পুলিশ বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিএনপি-জামায়াতের পলাতক আটজনকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

যুবলীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর অভয়নগর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়, যার মামলা নং- ২৯।

দায়েরকৃত মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যাসহ বিএনপি-জামায়াতের ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে অভয়নগর থানা পুলিশ। উক্ত মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। মন্তব্য