kalerkantho


ধর্ষণ মামলা তুলে নিতে কলেজছাত্রীকে মারধর!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:৫১ধর্ষণ মামলা তুলে নিতে কলেজছাত্রীকে মারধর!

ধর্ষণ মামলা তুলে নিতে গাজীপুরে এক কলেজছাত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
ভুক্তভোগীর বাবা জানান, মোল্লাপাড়া এলাকার নূর ইসলামের ছেলে কাওসারের সঙ্গে তাঁর কলেজপড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুন বিয়ের বিষয়ে কথা বলার নামে তাঁর মেয়েকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কাওসার তাকে ধর্ষণ করে। এ সময় চার-পাঁচজন সহযোগী পাহারায় ছিল। এ ঘটনায় ভুক্তভোগী গত ৯ জুন কাওসার ও তার সহযোগী আসাদুল, জনি, সোহেল ও মোহাম্মদ আলীকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করে। এ মামলায় গত ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
 
ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, আসামিরা মামলা তুলে নিতে বারবার হুমকি দিয়ে আসছিল। গত সোমবার সন্ধ্যায় বাড়িতে গিয়ে তাঁর মেয়েকে অকথ্য ভাষায় গালাগাল ও বেধড়ক মারধর করে কাওসার ও তার সহযোগীরা। এ সময় তিনি ও তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছে ওই কলেজছাত্রী।


মন্তব্য