kalerkantho


নান্দাইলের সাংবাদিক শামীম আর নেই

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৫নান্দাইলের সাংবাদিক শামীম আর নেই

‘ঘুম আর মৃত্যু দুই ভাই,পাথ্যক্য শুধু একটাই, ঘুম ভাঙলে ইহকাল না ভাঙলে পরকাল’-নিজের ফেইসবুক আইডিতে এ ধরনের কথা লিখেন গতকাল শনিবার সকাল ১১টা ৩৭ মিনিটি। এ ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন মো. সাইফুল ইসলাম শামীম (৫৫) নামে এক সাংবাদিক। তিনি দৈনিক প্রভাত পত্রিকার ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রতিনিধি।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হৃতরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তসরা গ্রামে।

আজ গতকাল রবিবার বিকেলে স্থানীয় তসরা মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।মন্তব্য