kalerkantho


নড়াইলে বাস খাদে, মোটর সাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪২নড়াইলে বাস খাদে, মোটর সাইকেল আরোহী নিহত

নড়াইল-কালনা সড়কের সীমাখালী এলাকায় বাসের চাকা পাংচার হয়ে তা উল্টে যাওয়ার ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা গেছে, ওই দুর্ঘটনায় দু'টি গরুও মারা গেছে।

বৃহস্পতিবার  দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মোল্যা কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইউনুস মোল্যার ছেলে। পেশায় মোবাইল ব্যবসায়ী তিনি।

দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে বাসযাত্রীরা সামান্য আহত হলেও বাসের ধাক্কায় সড়কের পাশে থাকা দু'টি গরু মারা যায়।

প্রত্যক্ষদর্শী জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে  নড়াইল শহর থেকে মোটর সাইকেল আরোহী আকাশ শেখ রাসেল সেতুর বাইপাস দিয়ে প্রধান সড়কে উঠলে খুলনা থেকে আসা  কালনা এক্সপ্রেসের (যশোর-জ ১১-০১৮৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাকা  ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে চলে যায়।

এ সময় সড়কের পাশে থাকা দু'টি গরু ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোটর সাইকেল চালককে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মন্তব্য