kalerkantho


নড়াইলে সাঁতার কাটতে গিয়ে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

নড়াইল প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৩৫নড়াইলে সাঁতার কাটতে গিয়ে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে নিরব হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই ঘটনা ঘটে। সে শাহাবাগ ইউনাইটেড একাডেমি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ নিরব উপজেলার যাদবপুর গ্রামের আলমিস হোসেনের পুত্র।

প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাশের চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির দুই বন্ধু মুসা মোল্যা ও আজিম শেখের সাথে স্কুল ছুটি নিয়ে নবগঙ্গা নদীতে সাঁতার কাটতে যায় নিরব। আজিম বেশি পানিতে না নামলেও নিরব ও মুসা নদীর গভীরে সাঁতরে এগিয়ে যায়। এক পর্যায়ে নিরব নদীর গভীরে ঘূর্ণির কাছাকাছি চলে গেলে ওপার থেকে অপর বন্ধুরা বারবার সতর্ক করলেও স্রোতের তোড়ে হঠাৎ সে তলিয়ে যায়।

ঘটনার পর একাধিক ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) নিয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

কালিয়া থানার এসআই আব্দুস সুবর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলার নিয়ে আশপাশে খোঁজা হচ্ছে। জেলেদেরকে ও স্থানীয়দের মাইকিং করা হয়েছে। নিখোঁজ নিরবকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।মন্তব্য