চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিক ও এক ছাত্রকে মারধর করার অভিযোগে ৮ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার দুপুরে তাদের এ নোটিশ দেওয়া হয়।
জানা যায়, ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র ও আলোকিত বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমআই তুহিন মারধরের শিকার হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র মো. রাজিবুল আলম, ইংরেজি বিভাগের ২০১৩-১৪ সেশনের মাহমুদুল হাসান, মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের তৈমুর হোসেন, ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. সাব্বির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করে প্রশাসন।
অন্যদিকে ৯ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র শান্তনু নাথকে মারধরের ঘটনায় ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র এমাদ উদ্দীন, পদার্থবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের লিপটন দাশ, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের সালাহউদ্দীন সাজ্জাদ, লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ইব্রাহিম খলিলকে কারণ দর্শানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, এই ৮ শিক্ষার্থীকে তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিতে বলা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...