kalerkantho


মোরেলগঞ্জে বঙ্গবন্ধু যুব সেন্টারের গণমিছিল ও পথসভা

মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ২২:২২মোরেলগঞ্জে বঙ্গবন্ধু যুব সেন্টারের গণমিছিল ও পথসভা

'উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে আমাদের দেশ, ষড়যন্ত্র, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ' এ শ্লোগান নিয়ে নৌকায় ভোট চেয়ে মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য ও বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা এম আর জামিল হোসাইনের নেতৃত্বে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার সন্ন্যাসী বাজার চৌরাস্তার মোড় থেকে বর্ণাঢ্য সাজে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনে শেষ হয়ে পথ সভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য কালে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য জামিল হোসাইন বলেন, দলের ভিতরে গ্রুপিং দ্বন্দ্ব মতবিরোধ ভুলে গিয়ে সকলে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। তাই আমাদেরই আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্তব্য