kalerkantho


নোয়াখালীতে বিএনপির প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩২নোয়াখালীতে বিএনপির প্রতীকী অনশন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বুধবার  নোয়াখালীতে প্রতীকী অনশন করেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে প্রতীকী অনশন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আ্যডভোকেট আবদুর রহিম, নোয়াখালী জেলা যুবদলে সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যাথায় গণআন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে বলে হুঁশিয়ারি দেন। একই সময়ে তারা কারাবন্দি খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি জানান।মন্তব্য