সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে হৃদয় দাস (১৫) ও মামুন মিয়া (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ছাতক উপজেলার জয়নগর গ্রামে ও সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় দাস উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে। সে বাড়ির পাশের হাওরে মাছ ধরছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রঞ্জন দেবনাথ নামের আরেক কিশোর আহত হয়। তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অন্যদিকে উপজেলার সুরমা নদীতে বজ্রপাতে মারা যান মামুন মিয়া। তার বাড়ি পিরোজপুর জেলায়।
জানা গেছে, ঘটনার সময় তিনি একটি নৌকায় পাথর শ্রমিকের কাজ করছিল।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...